মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩

আশা করছি প্রধানমন্ত্রীও সাড়া দেবেন: খালেদা

নিউজডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তিনি যেভাবে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহার করেছেন, প্রধানমন্ত্রীও সেভাবে সাড়া দিয়ে নির্দলীয় সরকারের দাবি মেনে নেবেন। মঙ্গলবার এক বিবৃতিতে হরতাল স্থগিতের ঘোষণার পাশাপাশি এ আহ্বান জানান তিনি। খালেদা বলেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা যেভাবে সাড়া দিয়েছি, আমরা আশা করছি- জাতির বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রীও সেভাবেই আমাদের আহ্বানে সাড়া দেবেন।
ক্ষমতায় থেকে কারচুপির নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় ফিরে আসার লালসা পরিত্যাগ করে প্রধানমন্ত্রী অনতিবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ খুলে দেবেন বলে আমরা আশা করি।”

এর আগের সোমবার সকালে সাভারে ধসে পড়া ভবনের উদ্ধার কার্যক্রম পরিদর্শন শেষে ‘মানবিক কারণে’ ওই হরতাল প্রত্যাহারের আহ্বান জানান শেখ হাসিনা। তার ওই আহ্বানের একদিনের মাথায় হরতাল প্রত্যাহারের ঘোষণা আসে। বিবৃতিতে নির্দলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেবেন বলেও আশা প্রকাশ করা হয়। তবে জাতীয় আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রী পদক্ষেপ না নিলে আবারো হরতাল কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি। খালেদা বলেন, “আমাদের প্রত্যাশা জাতীয় আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। তা পূরণে প্রধানমন্ত্রী যদি পদক্ষেপ না নেন, তাহলে হরতালের যে কর্মসূচি আমরা স্থগিত করলাম তা আবার ঘোষণা করা হবে। দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে জনগণকে সঙ্গে নিয়ে কঠিন-কঠোর আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না।”

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত ওই বিবৃতিতে সাভারে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপি চেয়ারপারসন।   খালেদা বলেন, “সাভার ট্র্যাজেডির কুখ্যাত ভিলেন সোহেল রানার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তার বিরুদ্ধে যথাযথ অভিযোগ এনে হত্যা মামলা দায়ের এবং স্থানীয় সংসদ সদস্যসহ জড়িত অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যাপারে প্রধানমন্ত্রী উদ্যোগ নেবেন বলে আমরা আশা করি।” পাশাপাশি হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনেরও দাবি জানান বিরোধী দলীয় নেতা।

উদ্ধার অভিযানে জীবনের ঝুঁকি নিয়ে যারা ঝাঁপিয়ে পড়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খালেদা বলেন, “যেভাবে পরম মমতায় উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছেন, সারাদেশ থেকে ছুটে গিয়েছেন প্রয়োজনীয় সহায়তা নিয়ে তাতে আমি কৃতজ্ঞ ও মুগ্ধ। বাংলাদেশের মানুষের উপর আমার আস্থা আরো বহুগুণে বেড়ে গেছে। আমি তাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বাংলাদেশ সশস্ত্রবাহিনী, ফায়ার ব্রিগেড, পুলিশ-র‌্যাব, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসমূহের সদস্য, স্বেচ্ছাসেবী, চিকিৎসকসহ উদ্ধার, চিকিৎসা ও সেবা কাজে অংশগ্রহণকারী সকলকে।”

সাভারে ধসে পড়া ভবনের মালিক ও কারখানা মালিকদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভবন ধসে প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া এসব মামলায় রিামন্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ভবন ধসে প্রায় চারশ’ লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার চলছে সপ্তম দিনের মতো ধ্বংসস্তূপ সরানোর কাজ।