ঢাকা : বিএনপি নেতাদের উদ্দেশ্যে বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবেন না। আলোচনার দুয়ার খোলা আছে। আসুন আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করি।আপনারা যতই হরতাল দেবেন, সরকার ততই কঠোর হবে। ফের যদি হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন, তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে প্রয়োজনে আপনাদের সব শীর্ষ নেতাকে জেলে পাঠানো হবে।”
মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত হরতাল নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিরোধী দলকে উদ্দেশে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়কে নিয়ে যে দিবাস্বপ্ন দেখছেন তা আর বাস্তবায়ন হবে না, এতে ফিরে যাওয়ারও সুযোগ নেই।’
দেশের মানুষ, ব্যবসায়ী ও ছাত্রছাত্রীদের জিম্মি করে হরতাল না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘যত বেশি হরতাল দেবেন, সরকার তত বেশি কঠোর হবে। হরতালের নির্দেশদাতাদের আবারও গ্রেপ্তার করা হবে।’
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা, সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর, এম এ করিম, শরীফ আশরাফ প্রমুখ।
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা, সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর, এম এ করিম, শরীফ আশরাফ প্রমুখ।