ঢাকা : সাভারের রানা প্লাজা ধসে বিপুলসংখ্যক মানুষ হতাহতের ঘটনায় সারা দেশে শোকের আবহ বিরাজ করছে। ভয়াবহ এই ঘটনার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিআরইউ সদস্যরা দিন-রাত কাজ করছেন। এই পরিস্থিতিতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সোমবার পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কর্মসূচির পরিবর্তিত তারিখ ঘোষণা করা হবে।
একই সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইফনিটি (ডিআরইউ) সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে।