ঢাকা: রাজধানীর
সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার বিএনপি’র আয়োজিত (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। বেলা তিনটায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব
আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু করেন। সমাবেশে
সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ভাইস
চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক
সরকার ব্যবস্থায় পুনঃপ্রত্যাবর্তন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের
বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা ও বিরোধী দলীয় নেতাকর্মীর
বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ব্যর্থ সরকারের পদত্যাগের’
দাবিতে ঢাকা মহানগর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।
বুধবার, ১২ জুন, ২০১৩
মঙ্গলবার, ১১ জুন, ২০১৩
শেখ হাসিনাই প্রধান, জানুয়ারিতে নির্বাচন : বনমন্ত্রী
নিউজডেস্ক : বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন প্রধান হবেন।” মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত “ঐতিহাসিক ৬দফা দাবি, বাজেট-২০১৩, চার সিটি নির্বাচন ও চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও আগামীতে সেভাবে নির্বাচন হবে।”
রবিবার, ৯ জুন, ২০১৩
তথ্যমন্ত্রীর বাসার সামনে ৩ ককটেল বিষ্ফোরণ
ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির রাজধানীর দারুস সালাম রোডের বাসার সামনে ৩টি শক্তিশালী ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোবার দুপুর ২টা ৪০ মিনিটে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। তথ্যমন্ত্রীর দারুস সালাম রোডের ইস্টার্ন হাউজিং-২ এর বাসায় দুই মোটরসাইকেল আরোহী এ বিষ্ফোরণ ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে বিষ্ফোরণের সময় মন্ত্রী বাসায় ছিলেন না। বাসার আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মিরপুর জোনের পুলিশের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ।
সোমবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল
ঢাকা: আদালত অবমাননার দায়ে ৩ জামায়াত নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেল-জরিমানা করায় এর প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। ট্রাইব্যুনালের-২ রায়ে রোববার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এমপিকে ৩ মাস করে কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ সপ্তাহ করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী কমিটির সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার, ৫ জুন, ২০১৩
মওদুদের মুখে লাগাম দিতে বললেন গয়েশ্বর
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে মুখে লাগাম ও জিহ্বা সামাল দিতে বললেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির সিনিয়র নেতাদের দলের বাহিরে গিয়ে মিডিয়ায় অতিরিক্ত কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা না করতেও পরামর্শ দেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “অতিরিক্ত কথা বলা বন্ধ করুন। জিহ্বা সামাল দিন। বেশি কথা বলে বিভ্রান্তির চেষ্টা করবেন না। আপনি যতবড়ই নেতা হোন। খালেদা জিয়া বিচার না করলেও, নেতাকর্মীরা আর বসে থাকবে না।” বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অল কমিউনিটি ফোরাম’ আয়োজিত শহিদ জিয়ার ৩২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি দলের ব্যারিস্টার মওদুদ আহমদকে ইঙ্গিত করে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ১/১১ সরকারের আমলে তার জেল জীবন নিয়ে একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই বইয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১৫ আগস্টের জন্মদিনকে বিতর্কিত বলে আখ্যায়িত করেন ব্যারিস্টার মওদুদ।
শনিবার, ১ জুন, ২০১৩
জামিন পেলেন বিএনপির দুই সাংসদ
নিউজডেস্ক : অধিবেশনে যোগ দেয়ার কারণ দেখিয়ে আবেদন করে জামিন পেয়েছেন বিএনপির দুই সংসদ সদস্য এম কে আনোয়ার ও বরতউল্লাহ বুলু। মহানগর দায়রা জজ জহুরুল হক রোববার সকালে তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। এই দুই নেতার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার কারাগারে যান সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি এবং মানহানির একটি মামলায়। আর বোমাবাজি ও ভাংচুরের আরেক মামলায় গত ১৫ মে গ্রেপ্তার হন বিএনপির যুগ্মমহাসচিব বরকতউল্লাহ বুলু। সংসদের বাজেট অধিবেশন সামনে রেখে বিরোধী দলের এই দুই সাংসদকে মুক্তি দেয়ার বিষয়টি ‘আইনি প্রক্রিয়ায়’ বিবেচনার জন্য শনিবার আহ্বান জানিয়েছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ চেয়ে চিঠিও পাঠিয়েছিল বিএনপি।
দলেই কি উপেক্ষিত তারেক রহমান?
নিউজডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান তার দলেরই সিনিয়র নেতাদের কাছে উপেক্ষিত থাকছেন। মিডিয়ায় নিজেদের জাহির করতে ব্যস্ত নেতাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপির এই ভবিষ্যত কর্ণধারের উপেক্ষিত থাকার বিষয়টি বেশ স্পষ্ট হয়ে উঠছে। সর্বশেষ গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে তারেক ইস্যুতে আয়োজিত এক আলোচনা সভার আগে অন্য স্থানে মিডিয়ায় কথা বলেন ওই অনুষ্ঠানের প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আর ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা থাকলেও একই সময়ে নিজের বাসায় সাংবাদিকদের ডেকে বসেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩
সংলাপে আন্তরিক নয় সরকার : ফখরুল
নিউজডেস্ক : সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে এ অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, “আমরা সংলাপের ব্যাপারে সরকারকে বার বার বললেও সরকার এ ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না। সরকারের শুভ বুদ্ধি থাকলে গুরুত্ব দিতো।”
সোমবার, ২৭ মে, ২০১৩
তারেকের গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক আশ্রয়ে আছেন, পাঠানোর প্রশ্নই ওঠে না : ইমিগ্রেশন বিশেষজ্ঞ
নিউজডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতারে জারি করা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার বিকাল ৩ টায় ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের আদেশের কপিসহ এ পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালতের একটি সূত্র সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজলের আবেদনক্রমে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. মোজাম্মেল হক এ পরোয়ানা জারি করেন।
বুধবার সারাদেশে ১৮ দলের হরতাল
নিউজডেস্ক : তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বুধবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ১৮ দলীয় জোটের বৈঠকে হরতালের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বৈঠক শেষে ড. মঈন খান সাংবাদিকদের বলেন, সরকার দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করা সত্ত্বেও বিএনপি গণতান্ত্রিকভাবে রাজনীতি করে আসছে। সরকার যেভাবে বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, গুম, মিথ্যা-মামলা ও নির্যাতন চালাচ্ছে তাতে গণতান্ত্রিকভাবে রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে। এতো অত্যাচার নির্যাতনের পরও বিএনপি ধৈয্যের পরিচয় দিচ্ছে এবং গণতান্ত্রিকভাবে রাজনীতি করার চেষ্টা করছে।
কারাগারে এমকে আনোয়ার
নিউজডেস্ক : সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট (সিএমএম)হারুন অর রশিদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাইকোর্ট থেকে নেওয়া দু’সপ্তাহের জামিন শেষে এদিন সিএমএম আদালতে আত্মসমর্পণ করে আরো জামিনের আবেদন করেন আনোয়ার। কিন্তু বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে এমকে আনোয়ারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
শুক্রবার, ২৪ মে, ২০১৩
মওদুদের কুশপুতুলে যুবদলের জুতা, আগুন
নিউজডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কুশপুতুল পুড়িয়েছে পল্টন থানা যুবদলের কর্মীরা। তার আগে তার ছবি সম্বলিত কুশপুতুলটিকে জুতাপেটা করেছে তারা। জিয়াউর রহমানকে কর্নেল তাহেরের খুনি হিসেবে সাক্ষী দেওয়ার প্রতিবাদে শুক্রবার বেলা পৌনে একটার দিকে নয়াপল্টনে স্কাউট মার্কেটের সামনে এই কুশপুতুল পোড়ানোর ঘটনা ঘটে। কোট পরানো কুশপুতুলটির মাথার স্থানে মওদুদের আলোকচিত্র এবং বুকে ‘জিয়াকে খুনি হিসেবে সাক্ষী দানকারী দালাল মওদুদের বিচার চাই’ লেখা দেখা গেছে। কুশপুতুল পোড়ানো শেষে ‘মওদুদের দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দিতে দিতে কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে।
রোববার সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল
নিউজডেস্ক : রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় ঐক্যজোট। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য শামসুজ্জামান দুদু এ ঘোষণা দেন। তিনি জানান, বিরোধী দলের কারান্তরীণ সব নেতাকর্মীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও বর্তমান সরকারের পদত্যাগের দাবি এবং সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এ হরতাল করবে। দুদু বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের সম্পর্কে কড়া কড়া কথা বলেছেন। প্রধানমন্ত্রীর ভাব-ভঙ্গিতে মনে হয়েছে তিনি তাদের নিয়ে উপহাস করেছেন। কিন্তু আমি প্রধানমন্ত্রীকে দক্ষ ও বুদ্ধিমতী মনে করি।”
বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩
সরকার সংলাপের সম্ভাবনা নস্যাৎ করছে : শামসুজ্জামান দুদু
নিউজডেস্ক : বিরোধী দলের নেতা-কর্মীদের আটকের মধ্য দিয়ে সরকার সংলাপের সম্ভাবনা নস্যাৎ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। জামিনের মুক্তির পরপরই দলের কেন্দ্রীয় তিন নেতাকে পুনরায় গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “দেশের মানুষের আশা ছিলো সংলাপ হবে। প্রধানমন্ত্রী সংলাপের সেই আশা গুঁড়ে বালি করে দিয়েছেন।” আগামী নির্বাচন নিয়ে বিপরীত অবস্থানে থাকা দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংলাপের আলোচনা এই মাসের শুরু থেকে চলছে। নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিরোধী দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের আহ্বান জানান মাসের প্রথম সপ্তাহে। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি মানতে সরকারকে আহ্বান জানান। তবে প্রধানমন্ত্রী বলেছেন, তত্ত্বাবধায়ক পদ্ধতি আর কোনোভাবেই দেশে ফিরবে না।
রবিবার, ১৯ মে, ২০১৩
নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রধান নিয়েই আলোচনা :সৈয়দ আশরাফুল ইসলাম
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নির্বাচনকালীন সরকার প্রধান কে হবেন তা নিয়েই আলোচনা হবে বিরোধী দলের সঙ্গে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে।
রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সভা-সমাবেশ করতে না দিলে কঠোর আন্দোলন : শামসুজ্জামান দুদু
ঢাকা : বাংলাদেশে ক্ষমতাসীন সরকার বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। কর্মসূচি পালনের অনুমতি না দিলে কঠোর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন তিনি।
আজ (রোববার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আজ (রোববার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
শুক্রবার, ১৭ মে, ২০১৩
সংসদে যাবে বিএনপি: মওদুদ
নিউজডেস্ক : শুক্রবার রাজধানীতে এক যুব সমাবেশে তিনি বলেন, “দেশের জনগণের স্বার্থে ও নিজেদের প্রয়োজনে আমরা আসন্ন অধিবেশনে যাব। তবে সেখানে আমরা কতো দিন থাকব, তা নির্ভর করবে সরকারি দলের আচরণের ওপর।” তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা গত সাড়ে ৪ বছরে সংসদকে অকার্যকর করে রেখেছে। বর্তমান সরকারের মেয়াদে শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩ জুন।সংসদের সদস্যপদ টিকিয়ে রাখতে হলে বিএনপির সাংসদদের এই অধিবেশনে যোগ দিতে হবে।
বুধবার, ১৫ মে, ২০১৩
‘মহাসেন’র কারণে হরতাল প্রত্যাহার ১৮ দলের
ঢাকা: ঘূর্ণিঝড় ‘মহাসেন’র কারণে আগামী রবিবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট ১৮ দল।
বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মুখপাত্র শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘মহাসেন’র সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে মানবিক দিক বিবেচনা করে ১৮ দল রবিবারের হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মুখপাত্র শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘মহাসেন’র সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে মানবিক দিক বিবেচনা করে ১৮ দল রবিবারের হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব বুলু গ্রেপ্তার
ঢাকা: মুক্তি পাওয়ার এক মাসের মধ্যে আবারো গ্রেপ্তার হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণাত জানা যায়নি।
এর আগে তিনি দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন। এতে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণাত জানা যায়নি।
এর আগে তিনি দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন। এতে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।
রোববার দেশব্যাপী ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল
ঢাকা : রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোট। বুধবার দলের পূর্ব নির্ধারিত সমাবেশের অনুমতি প্রশসনের পক্ষ থেকে না দেওয়ার প্রতিবাদের এ হরতালের ডাক দেওয়া হয়।
বুধবার বেলা ১১টা দিকে রাজধানীর নয়া পল্টনের বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি'র মুখপাত্র শামসুজ্জ্জামান দুদু দলের পক্ষে এ ঘোষণা দেন।
বুধবার বেলা ১১টা দিকে রাজধানীর নয়া পল্টনের বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি'র মুখপাত্র শামসুজ্জ্জামান দুদু দলের পক্ষে এ ঘোষণা দেন।
শনিবার, ১১ মে, ২০১৩
খালেদাকে আবারো সংলাপের আহ্বান হাসিনার
নিউজডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে আবারো সংলাপে আসার আহ্বান জানিয়ে বলেছেন, “আমরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চাই। আমি জানি, আপনার ব্যর্থতার গ্লানি আছে। তারপরও বলবো, আলোচনায় আসুন।” খালেদাকে প্রধানমন্ত্রী বলেন, “আপনার আল্টিমেটাম ব্যর্থ হয়েছে। জানি, আপনি ব্যর্থতার গ্লানিতে বিধ্বস্ত ও বিক্ষুব্ধ। আপনি ফেল করেছেন। এসব পরিহার করে আলোচনায় আসুন।”
শুক্রবার, ১০ মে, ২০১৩
মজীনার সঙ্গে বিএনপি নেতার গুরুত্বপূর্ণ বৈঠক
নিউজডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে দীর্ঘ বৈঠকে মিলিত হন। রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের অবকাঠামোগত বিষয় ছাড়াও গত দুই মাস ধরে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও সাভারের গার্মেন্টসে দুর্ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা হয়।
বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩
বুধবার, ৮ মে, ২০১৩
স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে : দুদু
ঢাকা : সারাদেশে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের মতোই স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে বলে দাবি করেছে বিএনপি। বুধবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ দাবি করেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে শেখ মুজিবরের সময় আয়ূব সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনী যে আচরণ করত বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী তা পালন করছে। এই নির্মম আচরণ কল্পনাতীত।’
এ সময় তিনি দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে কি না- সরকারের প্রতি এ প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে শেখ মুজিবরের সময় আয়ূব সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনী যে আচরণ করত বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী তা পালন করছে। এই নির্মম আচরণ কল্পনাতীত।’
এ সময় তিনি দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে কি না- সরকারের প্রতি এ প্রশ্ন রাখেন তিনি।
নৈরাজ্য সৃষ্টিকারী থেকে সর্তক থাকার আহ্বান নাসিমের
ঢাকা: যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার কেউ যেন নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করতে না পারে সেজন্য দায়িত্বশীল মহলসহ সর্বস্তরের জনসাধারণকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
বাবুনগরী তাণ্ডবের দায় দিলেন জামায়াত-শিবিরকে
ঢাকা: জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সামনে থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। পরে রাজধানীর পল্টন ও মতিঝিলে চালায় নজিরবিহীন তাণ্ডব। জিজ্ঞাসাবাদে হেফাজত ইসলামের ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে তাণ্ডবের ঘটনায় জামায়াত-শিবিরকে এভাবেই দায়ী করেছেন হেফাজত ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এ ধরনের কথার পাশাপাশি এই নারকীয় তাণ্ডবের ঘটনায় দুঃখ প্রকাশ করে কেঁদেছেন তিনি।
খোকা-পার্থর বাসায় পুলিশের তল্লাশি
ঢাকা: বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও জেপির চেয়্যারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। বুধবার রাত প্রায় ১১ টা থেকে ১২ পর্যন্ত এই দুই রাজনীতিকের বাসায় তল্লাশি চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসায় ঘিরে রাখে পুলিশ।
কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সারাদেশে ১৮ দলের হরতালের প্রথম দিন শুরু
ডেস্ক রিপোর্ট : কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সারাদেশে শুরু হয়েছে ১৮ দলের ডাকা দুইদিনব্যাপী হরতাল। গত রবিবার রাজধানীতে পুলিশি অভিযানে হেফাজতে ইসলামের কর্মী হতাহতের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বুধ ও বৃহস্পতিবার দুদিনব্যাপী এ হরতালের ডাক দেয়। হরতালে নাশকতা এড়াতে সারাদেশের কয়েকটি জেলায় হরতাল সমর্থকদের মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার, ৭ মে, ২০১৩
রোববার মধ্যরাতে ‘পৈশাচিক হত্যাযজ্ঞ’ চালানো হয়েছে : বিএনপি
নিউজডেস্ক : রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের ওপর গত রোববার মধ্যরাতে ‘পৈশাচিক হত্যাযজ্ঞ’ চালানো হয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। তারা এ ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। আজ মঙ্গলবার প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির এক বিবৃতিতে এসব কথা বলা হয়। এই বিবৃতির মাধ্যমে হেফাজতে ইসলামের কর্মসূচি ও সরকারের অভিযানের বিষয়ে দলের আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হয়।
এম কে আনোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ঢাকা: সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে এম কে আনোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশিষ। বিচারক মামলাটি গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজত
হাটহাজারী থেকে: ঢাকায় ব্যাপক সহিংসতার পর আগামী রোববার (১২ মে) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজত ইসলাম। একইসঙ্গে ১৮ দলীয় জোটের ডাকা বুধ ও বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালেও সমর্থন দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আশরাফ আলী নিজামপুরী এ কর্মসূচীর ঘোষণা দেন।
সোমবার, ৬ মে, ২০১৩
বুধ ও বৃহস্পতিবার ১৮ দলের হরতাল
নিউজডেস্ক : আগামী বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। এ দুই দিনের প্রতিদিন সকাল ৬টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি ও জোট নেতাদের বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, “হেফাজতে ইসলামের ওপর পুলিশের হামলা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোট এ হরতাল করবে।”
হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে আজ আ.লীগের সমাবেশ
ঢাকা : হেফাজতে
ইসলামের তাণ্ডবের প্রতিবাদে সোমবার রাজধানীতে সামবেশ করবে আওয়ামী লীগ।
বেলা ৩টায় বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবে আওয়ামী লীগ। রবিবার রাতে এক
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সোমবার
সমাবেশের ঘোষণা দেন।
দলের ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, ‘তারা ইসলামের নামে সোচ্চার- অথচ তারাই বায়তুল মোকাররমে
কুরআন শরিফের দোকানে আগুন দিয়েছে, হাউজ বিল্ডিং, সিপিবি অফিস, সংস্থাপন
মন্ত্রণালয়ের পরিবহন পুলে আগুন দিয়েছে। দোকান-পাট লুট করেছে।’
হেফাজতের তাণ্ডবের বিরুদ্ধে সোমবারের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়ে
নাসিম বলেন, ‘এই অশুভ কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঢাকাবাসী
কালকের (সোমবার) এই সমাবেশে উপস্থিত হন। আমরা রুখে দাঁড়াতে পারি, তার
প্রমাণ দিতে হবে।’
রবিবার, ৫ মে, ২০১৩
হেফাজতের পাশে থাকার আহবান খালেদার
ঢাকা: হেফাজতে ইসলামের মিছিলের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করেছে বিএনপি। শাপলা চত্বরের সমাবেশে যাওয়ার পথে হেফাজতের নেতা কর্মীদের উপর হামলা করা হয় বলেও দাবি করেছে প্রধান বিরোধী দল। রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু এই অভিযোগ করেন।
শনিবার, ৪ মে, ২০১৩
হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি শুরু
ঢাকা: ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রোববার ভোর ৬টা থেকে অবরোধ শুরুর কথা থাকলেও ফজরের নামাজ পড়েই ঢাকার প্রবেশমুখ নির্দিষ্ট ৬টি পয়েন্টে অবস্থান নিয়েছেন হেফাজত নেতাকর্মীরা। এ অবরোধ শেষ হওয়ার সময়সীমা না দিয়ে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশে তোলা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
শুক্রবার, ৩ মে, ২০১৩
প্রধানমন্ত্রীর প্রস্তাবের জবাব শনিবার দেবেন খালেদা
ঢাকা: প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব মানবেন কি মানবেন না তার জবাব শনিবার দুপুরের সমাবেশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য শামসুজ্জামান দুদু। শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হেফাজতের ৫ মে ঢাকা অবরোধ হবেই: আহমেদ শফী
ঢাকা: সাভারে রানা প্লাজার ভবন ধসের উদ্ধার কাজের সহায়তার জন্য ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিত করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেয়নি হেফাজতে ইসলাম। শুত্রুবার রাতে সংগঠনটির আমির শাহ আহমেদ শফী এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর আহ্বানকে প্রত্যাখান করে ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়া কথা ব্যক্ত করেছেন।
জয়নুল আবদিন ফারুক মুক্ত
ঢাকা: বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তি পেয়েছেন। গত সোমবার থেকে বুকে ব্যথা ও হার্টের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার ব্যক্তিগত সহকারী তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতাল থেকে তিনি তার বাসায় চলে যান। এর আগে তিনি আদালত থেকে জামিন লাভ করেন।
বুধবার, ১ মে, ২০১৩
লাশ গুম করা হয়েছে: খালেদা
নিউজডেস্ক : সাভারে ভবন ধসের ঘটনায় সরকার হতাহতের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, “সাভারে রাতে রাতে লাশ সরিয়ে ফেলা হয়েছে কম দেখানোর জন্য। কিন্তু সরকারকে সঠিক হিসাব দিতে হবে।” মহান মে দিবস উপলক্ষ্যে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩
মহিলারা ‘নেত্রী’র মতো চলুন: আহমদ শফী
নিউজডেস্ক : প্রধানমন্ত্রীর মতো নারীদের পর্দা মেনে চলার আহ্বান জানিয়ছেন হেফাজতে ইসলাম নেতা শাহ আহমেদ শফী। মঙ্গলবার বগুড়ায় হেফাজতে ইসলামের শানে রেসালত মহাসম্মেলনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, “নেত্রী আপনি যেভাবে চলাফেরা করেন, নারীদেরও সেভাবে চলাফেরা করতে বলুন। “নাস্তিক্যবাদীদের এদেশ থেকে তাড়াতে হবে। নাস্তিক্যবাদীরা এদেশে থাকতে পারবে না। এটা আস্তিক্যবাদীদের দেশ, নাস্তিক্যবাদীদের নয়,” বলেন শফী। শফী আরো বলেন, “সরকার ও নেত্রীকে বলছি- আস্তিক্যবাদে বিশ্বাস ও তওবা করে হেফাজতের ১৩ দফা দাবি মেনে নেন। দাবি মেনে নিয়ে ঘোষণা দিতে হবে।”
আশা করছি প্রধানমন্ত্রীও সাড়া দেবেন: খালেদা
নিউজডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তিনি যেভাবে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহার করেছেন, প্রধানমন্ত্রীও সেভাবে সাড়া দিয়ে নির্দলীয় সরকারের দাবি মেনে নেবেন। মঙ্গলবার এক বিবৃতিতে হরতাল স্থগিতের ঘোষণার পাশাপাশি এ আহ্বান জানান তিনি। খালেদা বলেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা যেভাবে সাড়া দিয়েছি, আমরা আশা করছি- জাতির বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রীও সেভাবেই আমাদের আহ্বানে সাড়া দেবেন।
সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩
প্রধানমন্ত্রীর কাছে ভিড়তে পারলেন না মুরাদ জং
ডেস্ক রিপোর্ট : বেশ কয়েকবার চেষ্টা করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঘেঁষতে পারেননি সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানার ‘মদদদাতা’ হিসেবে গণমাধ্যমে সমালোচিত যিনি। ভবন ধসে আহত এবং ধ্বংসস্তূপে উদ্ধার কার্যক্রম দেখতে সোমবার সাভার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি আহতদের দেখতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে মুরাদ আগে থেকে বসে থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে ঢুকতে পারেননি। প্রধানমন্ত্রী ঢোকার পর নিরাপত্তাকর্মীরা হাসপাতালের নিচতলার ফটক আটকে দেয়। ফলে বাইরে থেকে যান মুরাদ জং।
রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩
সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সোমবার কর্মসূচি স্থগিত
ঢাকা : সাভারের রানা প্লাজা ধসে বিপুলসংখ্যক মানুষ হতাহতের ঘটনায় সারা দেশে শোকের আবহ বিরাজ করছে। ভয়াবহ এই ঘটনার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিআরইউ সদস্যরা দিন-রাত কাজ করছেন। এই পরিস্থিতিতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সোমবার পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩
হরতালের নির্দেশদাতাদের আবারও গ্রেপ্তার করা হবে : ড. হাছান মাহমুদ
ঢাকা : বিএনপি নেতাদের উদ্দেশ্যে বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবেন না। আলোচনার দুয়ার খোলা আছে। আসুন আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করি।আপনারা যতই হরতাল দেবেন, সরকার ততই কঠোর হবে। ফের যদি হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন, তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে প্রয়োজনে আপনাদের সব শীর্ষ নেতাকে জেলে পাঠানো হবে।”
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)