বুধবার, ৮ মে, ২০১৩

স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে : দুদু

ঢাকা : সারাদেশে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের মতোই স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে বলে দাবি করেছে বিএনপি। বুধবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ দাবি করেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে শেখ মুজিবরের সময় আয়ূব সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনী যে আচরণ করত বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী তা পালন করছে। এই নির্মম আচরণ কল্পনাতীত।’
এ সময় তিনি দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে কি না- সরকারের প্রতি এ প্রশ্ন রাখেন তিনি।