রবিবার, ১৯ মে, ২০১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতা প্রতিরোধে সভা সমাবেশ নিষিদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : সারাদেশে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর। আগামি একমাস এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রোববার দুপুরে চট্রগ্রামের মীরসরাই উপজেলায় নতুন জোরারগঞ্জ থানা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সভা-সমাবেশের নামে গাড়ি ভাঙচুর করে, জ্বালাও- পোড়াও করে, দোকান-পাঠে আগুন দেয়, পবিত্র মসজিদে হামলা করে পবিত্র কোরআনে আগুন দেয়, তাদের আর কোথাও সভা-সমাবেশের অনুমতি দেয়া হবে না।
প্রসঙ্গত, হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচির পর থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলকে সভাসমাবেশ করার কোন অনুমতি দিচ্ছে না সরকার। সম্প্রতি কয়েকদিন যাবত জাতীয় প্রেসক্লাবের সামনেও কোন সমাবেশ করার অনুমতি দিচ্ছে না পুলিশ। বিরোধীদলে অনানুষ্ঠানিক বাধার অবসান ঘটিয়ে আজ থেকে একমাসের জন্য স্থায়ি নিষেধাজ্ঞা আরোপ করা হলো সকল রাজনৈতিক দলের উপর।