ঢাকা : তত্ত্বাবধায়ক সরকারের শর্ত বাদ দিয়ে জ্বালাও-পোড়াও বন্ধ করে নিরপেক্ষ নির্বাচনের জন্য সংসদে এসে আলোচনা করতে বিরোধীদলের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ কথা বলেন তিনি।
বিএনপি-জামাত ক্ষমতায় থাকার সময়ে মানুষ হত্যা, লুটপাট ও জ্বালাও-পোড়াও করে গণতান্ত্রিক ধারা ব্যহত করেছে—এ অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এখন যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য তারা সরকার উৎখাতের চেষ্টা করছে।এ সময় বিগত সময়ে বিএনপি ক্ষমতায় থেকে যে নির্যাতন চালিয়েছে তার বিবরণও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগকে নেতা-কর্মী শূন্য করার যে পরিকল্পনায় বিএনপি-জামাত নিয়েছিল তা এখনো অব্যহত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।