বুধবার, ১৫ মে, ২০১৩

বিরোধীদলকে সংসদে গিয়ে আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা : তত্ত্বাবধায়ক সরকারের শর্ত বাদ দিয়ে জ্বালাও-পোড়াও বন্ধ করে নিরপেক্ষ নির্বাচনের জন্য সংসদে এসে আলোচনা করতে বিরোধীদলের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ কথা বলেন তিনি।
বিএনপি-জামাত ক্ষমতায় থাকার সময়ে মানুষ হত্যা, লুটপাট ও জ্বালাও-পোড়াও করে গণতান্ত্রিক ধারা ব্যহত করেছে—এ অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এখন যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য তারা সরকার উৎখাতের চেষ্টা করছে।
এ সময় বিগত সময়ে বিএনপি ক্ষমতায় থেকে যে নির্যাতন চালিয়েছে তার বিবরণও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগকে নেতা-কর্মী শূন্য করার যে পরিকল্পনায় বিএনপি-জামাত নিয়েছিল তা এখনো অব্যহত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।