ডেস্ক রিপোর্ট : কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সারাদেশে শুরু হয়েছে ১৮ দলের ডাকা দুইদিনব্যাপী হরতাল। গত রবিবার রাজধানীতে পুলিশি অভিযানে হেফাজতে ইসলামের কর্মী হতাহতের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বুধ ও বৃহস্পতিবার দুদিনব্যাপী এ হরতালের ডাক দেয়। হরতালে নাশকতা এড়াতে সারাদেশের কয়েকটি জেলায় হরতাল সমর্থকদের মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বুধবারের হরতাল চলছে ঢিলেঢালভাবে। ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূর পাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্বল্প দূরত্বের বাস চলাচল করছে। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছেন।