শুক্রবার, ২৪ মে, ২০১৩

রোববার সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল

নিউজডেস্ক : রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় ঐক্যজোট। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য শামসুজ্জামান দুদু এ ঘোষণা দেন। তিনি জানান, বিরোধী দলের কারান্তরীণ সব নেতাকর্মীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও বর্তমান সরকারের পদত্যাগের দাবি  এবং সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এ হরতাল করবে। দুদু বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের সম্পর্কে কড়া কড়া কথা বলেছেন। প্রধানমন্ত্রীর ভাব-ভঙ্গিতে মনে হয়েছে তিনি তাদের নিয়ে উপহাস করেছেন। কিন্তু আমি প্রধানমন্ত্রীকে দক্ষ ও বুদ্ধিমতী মনে করি।”
তিনি বলেন, “আকবর আলী খান যখন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন তখন শেখ হাসিনা তাকে ধন্যবাদ জানান ও তার প্রশংসা করেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে তারই আবার কঠোর সমালোচনা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, এ ধরনের কথা বলে আপনি  নিজে লজ্জা না পেলেও আমরা লজ্জা পাই। আপনি কি ভুলে গেছেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য দিনের পর দিন হরতাল অবরোধ করেছিলেন। আপনার ছাত্রলীগের নেতাকর্মীরা বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা চালিয়েছিলো। অবশ্যই আপনি ভুলে গেছেন তৎকালীন সময়ে আপনি কি করেছিলেন এবং কি বলেছিলেন।”

তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম যে সমালোচনা করেছেন তার প্রতিবাদে দুদু বলেন, “আপনি জেল খেটেছেন,আপনি মামলার সাজাপ্রাপ্ত আসামি, আপনি ভেবেচিন্তে কথা বলুন। আপনি যার সম্পর্কে কথা বলছেন, তিনি খুব শিগগিরই বাংলাদেশে আসবেন। এসে নির্বাচন করবেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হবেন। তার সম্পর্কে বলতে হলে ভেবে বলুন।” দুদু বলেন, “বিদ্যুতের ২০ হাজার কোটি টাকা, ব্যাংক ও শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা, হলমার্ক ও পদ্মাসেতু দুর্নীতির হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। আপনারা পেছনে দিকের চিন্তা না করে বর্তমান নিয়ে ভাবুন। বাংলাদেশ এখন ফোকলা হয়ে গেছে। আপনারা এমন দুর্নীতি করছেন, সেই দুর্নীতির দায় এখন এড়াতে পারছেন না। এখন নানা অপপ্রচার শুরু করেছেন।”

দুদু বলেন, “এদেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। আপনারা এদিকে নজর না নিয়ে তারেক রহমানের ওপর নজর দিয়েছেন। প্রধানমন্ত্রী আন্দোলন আন্দোলন খেলার কথা বলছেন। আমরা আন্দোলনের খেলা থেকে সরে যাইনি। আমরা সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চাই। আমাদের নেত্রী বার বার বলে আসছেন সংলাপের কথা। আমরা অপেক্ষায় আছি সরকার কি করে। সরকার যদি সোজা পথে না হাঁটে তার সমাধান রাজপথেই হবে।”   সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, কৃষক দলের যুগ্ম সাধরাণ সম্পাদক তকদির হোসেন প্রমুখ।