ঢাকা: সাভারে রানা প্লাজার ভবন ধসের উদ্ধার কাজের সহায়তার জন্য ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিত করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেয়নি হেফাজতে ইসলাম। শুত্রুবার রাতে সংগঠনটির আমির শাহ আহমেদ শফী এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর আহ্বানকে প্রত্যাখান করে ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়া কথা ব্যক্ত করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি সম্পর্কে গ্রহণযোগ্য কোনো মত ও দিক-নির্দেশনা পাওয়া যায়নি। বরং বিভিন্ন বিষয়ে তার বক্তব্যে হেফাজতের ১৩ দফার ভুল ব্যাখা করে এটি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। সে কারণে হেফাজতে ইসলাম ঘোষিত ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি বহাল রাখার ঘোষণা করছি।’’কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঢাকা অবরোধ কর্মসূচি হবেই।” আহমেদ শফী আরও বলেন, “সাভারের মর্মান্তিক ঘটনায় উদ্ধার কাজ ও অসহায়দের পাশে দাঁড়ানোর ব্যাপারে মানবিক বিবেচনায় আমাদের তৎপরতা সবসময় অব্যাহত থাকবে। সুতরাং সাভার ঘটনার সঙ্গে সম্পৃক্ত লাশবাহী গাড়ি, সংবাদপত্র, অ্যাম্বুলেন্স, উদ্ধার তৎপরতায় নিয়োজিত সবধরনের যানবাহন, দেশি-বিদেশি পরিদর্শকদের গাড়িসহ এ জাতীয় যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে।”
প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতি দৃষ্টি দিয়ে তিনি বলেন, “হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফার মেনে নেওয়ার কোনো রকম সিদ্ধান্ত ও নিশ্চয়তা পাওয়া যায়নি। বরং এসব দাবির বিষয়ে কিছু বিভ্রান্তিকর কথাই উঠে এসেছে। এতে ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিতের মতো কোনো রকম উপাদান নেই বলেই প্রতীয়মান হয়েছে।” এ বিষয়ে ৪ মে শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে হেফাজতের অবস্থান তুলে ধরা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে উদ্ধার কাজে সহায়তার জন্য মানবিক কারণে ৪ মে শনিবার ১৮ দলীয় জোটের সমাবেশ ও ৫ মে রোববার হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী এ আহ্বানের পর বিরোধী দল তাদের সমাবেশ করার কথা জানিয়েছেন। পরবর্তীতে হেফাজতও তাদের কর্মসূচি অব্যাহত রাখা কথা জানিয়েছে।