নিউজডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে দীর্ঘ বৈঠকে মিলিত হন। রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের অবকাঠামোগত বিষয় ছাড়াও গত দুই মাস ধরে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও সাভারের গার্মেন্টসে দুর্ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা হয়।
এছাড়া গত ৫ ও ৬ মে গভীর রাতে শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সরিয়ে দেওয়া, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অহরহ মিথ্যা মামলা দেওয়া, জামিনের পরও নতুন মামলা দিয়ে গ্রেফতার করা এবং ১৮ দলের সব স্তরের নেতাকর্মীদের বাসায় গ্রেফতারের ভয় দেখানোর বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এদিকে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বিকাল সাড়ে তিনটায় রাজধানীর সোনারগাঁও হোটেলে যান। সেখানে দেড়ঘণ্টার মতো অবস্থান করে জাতিসংঘে সহকারি মহাসচিব ওস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এ সম্পর্কে কিছু জানা যায়নি।