ঢাকা : হেফাজতে
ইসলামের তাণ্ডবের প্রতিবাদে সোমবার রাজধানীতে সামবেশ করবে আওয়ামী লীগ।
বেলা ৩টায় বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবে আওয়ামী লীগ। রবিবার রাতে এক
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সোমবার
সমাবেশের ঘোষণা দেন।
দলের ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, ‘তারা ইসলামের নামে সোচ্চার- অথচ তারাই বায়তুল মোকাররমে
কুরআন শরিফের দোকানে আগুন দিয়েছে, হাউজ বিল্ডিং, সিপিবি অফিস, সংস্থাপন
মন্ত্রণালয়ের পরিবহন পুলে আগুন দিয়েছে। দোকান-পাট লুট করেছে।’
হেফাজতের তাণ্ডবের বিরুদ্ধে সোমবারের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়ে
নাসিম বলেন, ‘এই অশুভ কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঢাকাবাসী
কালকের (সোমবার) এই সমাবেশে উপস্থিত হন। আমরা রুখে দাঁড়াতে পারি, তার
প্রমাণ দিতে হবে।’