ঢাকা : বাংলাদেশে ক্ষমতাসীন সরকার বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। কর্মসূচি পালনের অনুমতি না দিলে কঠোর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন তিনি।
আজ (রোববার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
দুদু অভিযোগ করেন, সরকার সংবিধান বিরোধী স্বেচ্ছাচারী দৃষ্টিতে বিরোধী দলকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না।সভা- সমাবেশ ও মিছিল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বিএনপি অফিস কার্যত বন্ধ করে দেয়া হয়েছে। কেউ স্বাচ্ছন্দে কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না, আবার বেরও হতে পারছেন না।আজ (রোববার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
শুধু বিএনপি কার্যালয় নয়, সারাদেশই কার্যত অবরুদ্ধ দাবি করে তিনি বলেন, দেশে ভয়াবহ রাজত্ব চলছে। হত্যা, গুম ও অপহরণ এখন নিত্যদিনের সঙ্গী। একদিকে বিরোধীদলকে সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না, অন্যদিকে সরকার আশ্রিত ১৪দল কর্মসূচি পালন করছে। দেশটা মনে হয় একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে, কিন্তু এভাবে চলতে দেয়া যায় না। বিএনপি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান দুদু জানান, বিএনপি আন্দোলনের মধ্যেই আছে এবং আগামীতে কঠোর কর্মসূচি আসছে। যৌথসভায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ১০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়।
আগামী ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত আলোচনা সভা, শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হবে।