নিউজডেস্ক : শুক্রবার রাজধানীতে এক যুব সমাবেশে তিনি বলেন, “দেশের জনগণের স্বার্থে ও নিজেদের প্রয়োজনে আমরা আসন্ন অধিবেশনে যাব। তবে সেখানে আমরা কতো দিন থাকব, তা নির্ভর করবে সরকারি দলের আচরণের ওপর।” তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা গত সাড়ে ৪ বছরে সংসদকে অকার্যকর করে রেখেছে। বর্তমান সরকারের মেয়াদে শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩ জুন।সংসদের সদস্যপদ টিকিয়ে রাখতে হলে বিএনপির সাংসদদের এই অধিবেশনে যোগ দিতে হবে।
বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ বলেন, “প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সংসদে যাওয়ার কথা বলেছেন। আমরা কারো আহবানে নয়, জনগণের তাগিদে সংসদে যাব।” নিয়ম অনুযায়ী, সংসদে টানা ৯০ কার্য দিবস অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। আর নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে টানা সংসদ বর্জন করে আসা বিরোধী দলের সদস্যদের অনুস্থিতি ৮৩ কার্যদিবস ছুঁয়েছে। প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতির মধ্যোই গত ৩০ এপ্রিল সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়। টানা ৭৭দিন অনুপস্থিতির পর সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দিয়েছিল বিএনপিসহ বিরোধী দল। মওদুদ বলেন, “সংসদে বিরোধী দলকে কথা বলতে দেয়া হয় না। আমাদের নেতার বিরুদ্ধে কটাক্ষ করে বক্তব্য রাখা হয়। এবারও যদি এ রকম অবস্থা ঘটে তা হলে আমরা সংসদে কীভাবে থাকব? তাই সরকারি দলের আচরণের ওপর নির্ভর করবে, আমরা কতো দিন সংসদে থাকতে পারব।”