বুধবার, ৮ মে, ২০১৩

নৈরাজ্য সৃষ্টিকারী থেকে সর্তক থাকার আহ্বান নাসিমের

ঢাকা: যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার কেউ যেন নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করতে না পারে সেজন্য দায়িত্বশীল মহলসহ সর্বস্তরের জনসাধারণকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
নাসিম বলেন, “আমরা চাই কালকের রায় জনগণের প্রত্যাশা অনুযায়ী হোক। যাতে জনগণের হৃদয়ের রক্তক্ষরণ না হয়।” তিনি বলেন, “মতিঝিলে হেফাজতের বিরুদ্ধে পুলিশের অভিযানে বিএনপি লাশ গুম করার যে অভিযোগ করেছে তা হাজার বছরের শ্রেষ্ঠ মিথ্যাচার।”

নাসিম বলেন, “সরকার, রাজনৈতিক দলের পক্ষ থেকে সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে ঘরে ফেরার জন্য তাদের প্রতি বারংবার আবেদন জানানো সত্ত্বেও তারা স্থান ত্যাগ করেনি। পরবর্তীতে আইন-শৃংখলা বাহিনীর ধৈর্য্য, রক্ষাণাত্মক কৌশল ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপের কারণেই স্বল্পসময়ের মধ্যে তাদের অপসারণ করা সম্ভব হয়।” তিনি বলেন, “হেফাজতের সাথে মিলিতভাবে বিএনপি ‍ও জামায়াত-শিবির দেশপ্রেম বর্জিত স্বার্থান্বেষী গোষ্ঠী বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন মতিঝিল, গুলিস্তান, পল্টন এলাকাসহ বিভিন্ন জায়গায় পৈশাচিক ধ্বংসযজ্ঞ চালায়। গণতন্ত্রকে ধ্বংস করতে উন্মত্ত বেগম খালেদা জিয়া লাশ গুমের অভিযোগ তুলে সরকারের ওপর উল্টো দোষ চাপিয়ে নিজের রাজনৈতিক দেউলিয়া ও হতাশাগ্রস্ত পরিস্থিতি থেকে আত্মরক্ষার্থে তৎপর হয়ে উঠেছেন।”

মোহাম্মদ নাসিম বলেন, “এই অশুভ শক্তি পবিত্র ধর্মগ্রন্থ কোরান শরীফ, জায়নামাজ, তসবি, টুপি, হাদিস শরীফসহ হাজার হাজার ইসলামী ধর্মগ্রন্থ জ্বালিয়ে-পুড়িয়ে মানব সভ্যতার ইতিহাসে নজিরবিহীন এক জঘণ্য ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। ধর্মের নামে এ ধরনের ধ্বংসযজ্ঞ অতীতে কোনোদিন পরিলক্ষিত হয়নি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল,  স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, উপ-দপ্তর সম্পদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী সংসদের সদস্য শ্রী সুজিত রায় নন্দী ও আমিনুল ইসলাম আমিন, জাতীয় সংসদ সদস্য জনাব ডা, মোস্তফা জালাল মহিউদ্দিন, ব্যারিস্টার ফজলে নূর তাপস, অ্যাডভোকেট সানজিদা খানম, আসলামুল হক আসলাম, আসাদুজ্জামান কামাল প্রমুখ।