বুধবার, ১ মে, ২০১৩

লাশ গুম করা হয়েছে: খালেদা

নিউজডেস্ক : সাভারে ভবন ধসের ঘটনায় সরকার হতাহতের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, “সাভারে রাতে রাতে লাশ সরিয়ে ফেলা হয়েছে কম দেখানোর জন্য। কিন্তু সরকারকে সঠিক হিসাব দিতে হবে।” মহান মে দিবস উপলক্ষ্যে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।
এ সময় নিহতদের প্রতি পরিবারের জন্য ২০ লাখ টাকা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি। খালেদা জিয়া বলেন, “কখনো শু্নি, চারশ’, কখনো ৯শ’-অনেক লাশ গুম করা হয়েছে। গায়েব করা হয়েছে। এখনো নাকি ১৬শ’ মানুষ নিখোঁজ আছে। সরকার যদি সেনাবাহিনীকে সঠিক সময়ে নির্দেশনা দিতো তাহলে আরো মানুষকে বাঁচানো যেতো” মন্তব্য করে তিনি বলেন, “সরকার প্রথম দু’দিন এ হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।” তিনি বলেন, “বিএনপি ঘটনার পরপরই সেখানে গেছে। উদ্ধার তৎপরতা চালিয়েছে।  প্রথম চালিয়েছে সাধারণ মানুষ। ” খালেদা জিয়া বলেন, “সরকারের লোকেরা হরতালের দিন বেতন দেওয়ার কথা বলে রানা প্লাজায় জোর করে শ্রমিকদের ডেকে এনেছে। এনে তালা বন্ধ করে কাজ করতে বাধ্য করেছে। গার্মেন্টস চালানোতে হরতালে বাধা ছিল না। তারা হরতালবিরোধী মিছিল করতেই এটি করেছে। নারীদের দিয়েও তারা এটি করাতে চেয়েছিল।” বিএনপি প্রধান বলেন, “আমরা নাকি ঝাঁকাঝাঁকিতে বিল্ডিং ভেঙেছি। তাহলে জনগণের আন্দোলনে আপনাদের কী হবে? আগামীদিনে আমাদের ডাকে সাড়া দিয়ে  নতুন নতুন কল কারখানা হবে।” তিনি বলেন, “নিহতদের কমপক্ষে ২০ লাখ টাকা করে দিতে হবে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।” শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে কেন্দ্রীয় নেতারা ছাড়াও নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতার‍া বক্তৃতা করেন।