বুধবার, ১৫ মে, ২০১৩

রোববার দেশব্যাপী ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল

ঢাকা : রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোট। বুধবার দলের পূর্ব নির্ধারিত সমাবেশের অনুমতি প্রশসনের পক্ষ থেকে না দেওয়ার প্রতিবাদের এ হরতালের ডাক দেওয়া হয়।
বুধবার বেলা ১১টা দিকে রাজধানীর নয়া পল্টনের বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি'র মুখপাত্র শামসুজ্জ্জামান দুদু দলের পক্ষে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে দুদু বলেন, "নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার বিএনপির পূর্বঘোষিত সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।"
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দুদু বলেন, "যদি একজন ব্যক্তি পদত্যাগ করেন, তাহলে দেশে হরতাল থাকবে না, আন্দোলন থাকবে না এবং অবরোধও থাকবে না। প্রধামন্ত্রী পদত্যাগ করলে আমাদের সভা-সমাবেশ কিছুই করা লাগবে না।"
তিনি বলেন, "বিএনপি অফিসে ঢুকতে গেলে নেতাকর্মীদের হয় বাধা দেওয়া হচ্ছে না হয় তাদেরকে নানা ধরনের জিজ্ঞাসাবাদ করে হেনস্থা করা হচ্ছে। আমি জানতে চাই, এটাকে (অফিস) কি এখন সাব-জেল ঘোষণা করা হয়েছে? আমি জানতে চাই, সাড়ে সাত বছর আগে যে দলটি ক্ষমতায় ছিল সে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে কিনা? দেশকে পুলিশি রাষ্ট্রে অনেক আগেই এই সরকার প্রতিষ্ঠিত করেছে। এখন সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে।"
সংলাপ বিষয়ে দুদু বলেন, "জাতিসংঘের সহকারী মহাসচিবের উদ্যোগে আমরা আশার আলো দেখেছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম সংলাপ হবে। কিন্তু সরকারের এ ধরনের আচরণে আমরা সন্দিহান। তারা সংলাপ চান কি চান না তা স্পষ্ট করতে হবে।"