ঢাকা: জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে দেওয়া ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে সংগঠনটি। এর কিছুক্ষণ আগেই হেফাজতের ডাকা হরতাল স্থগিত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিবৃতির মাধ্যমে এ হরতালের ডাক দেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এদিন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আনা সাতটি অভিযোগের পাঁচটিই প্রমাণিত হয়েছে। এর মধ্যে হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগ রয়েছে। একই দিন হরতাল ডেকেছিল হেফাজতে ইসলাম। তবে সংগঠনটির আমির আল্লামা আহমদ শফী এ কর্মসূচি স্থগিত করেন।