শুক্রবার, ৩ মে, ২০১৩

জয়নুল আবদিন ফারুক মুক্ত

ঢাকা: বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তি পেয়েছেন। গত সোমবার থেকে বুকে ব্যথা ও হার্টের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ‍ছিলেন তিনি। তার ব্যক্তিগত সহকারী তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতাল থেকে তিনি তার বাসায় চলে যান। এর আগে তিনি আদালত থেকে জামিন লাভ করেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ থেকে নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও বোমা বিস্ফোরণের মামলায় কারান্তরীণ ছিলেন ফারুক। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।