ঢাকা : হেফাজতে ইসলামের ওপর ভর করে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ক্ষমতায় যেতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার হুকুমে মানুষ হত্যা ও পবিত্র কোরআন পোড়ানো হয়েছে বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবনে ফেনী জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন, শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু তার আল্টিমেটাম ব্যর্থ হয়েছে।" তিনি বলেন, "তার হুকুমে মানুষ হত্যা ও পবিত্র কোরআন পোড়ানো হয়েছে। তিনিও হুকুমের আসামি।" প্রধানমন্ত্রী বলেন, "বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় ভিডিও ফুটেজ ধরে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।" খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, "আল্টিমেটাম দিয়ে কোনো কিছু হবে না। গণতন্ত্রের পথে আসুন। ধ্বংসযজ্ঞ ছাড়ুন।" তিনি বলেন, "আপনি মানুষ হত্যা করবেন; আর আমরা বসে থাকবো- তা হবে না।"