বুধবার, ১ মে, ২০১৩

গুম হওয়ার কোনো সুযোগ নেই: শামসুল হক টুকু

নিউজডেস্ক : সাভারে ভবন ধসের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তোলা লাশ গুমের অভিযোগ অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেছেন, “ঘটনাস্থলে সাংবাদিকরা চব্বিশ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সেখানে থেকে মরদেহ গুম হওয়ার কোনো সুযোগ নেই।
সেখানে মরদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে সংবাদ প্রচার করছেন।” বুধবার রাত সাড়ে ৮টার দিকে রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। টুকু বলেন, “ভবন ধসের পর থেকে এখন পর্যন্ত যতো মরদেহ উদ্ধার করা হয়েছে, প্রতিটির পরিসংখ্যান সরকারি-বেসরকারি সংবাদমাধ্যমগুলোর কাছে রয়েছে। এখানে লুকোচুরির কিছু নেই।” বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে হরতাল প্রত্যাহার করে নিয়ে প্রশংসা পেয়েছেন। অথচ এখন মিথ্যাচার করে জাতির কাছে ঘৃণিত হচ্ছেন।” এ দুর্যোগের সময় বিরোধী দলীয় প্রধানকে মিথ্যাচার না করার আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।