নিউজডেস্ক : সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট (সিএমএম)হারুন অর রশিদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাইকোর্ট থেকে নেওয়া দু’সপ্তাহের জামিন শেষে এদিন সিএমএম আদালতে আত্মসমর্পণ করে আরো জামিনের আবেদন করেন আনোয়ার। কিন্তু বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে এমকে আনোয়ারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সোমবার, ২৭ মে, ২০১৩
কারাগারে এমকে আনোয়ার
নিউজডেস্ক : সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট (সিএমএম)হারুন অর রশিদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাইকোর্ট থেকে নেওয়া দু’সপ্তাহের জামিন শেষে এদিন সিএমএম আদালতে আত্মসমর্পণ করে আরো জামিনের আবেদন করেন আনোয়ার। কিন্তু বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে এমকে আনোয়ারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।