শুক্রবার, ৩ মে, ২০১৩

প্রধানমন্ত্রীর প্রস্তাবের জবাব শনিবার দেবেন খালেদা

ঢাকা: প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব মানবেন কি মানবেন না তার জবাব শনিবার দুপুরের সমাবেশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য শামসুজ্জামান দুদু। শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তার এ বক্তব্য মূলত শুক্রবারের সংবাদ সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায়ক বিরোধী বক্তব্যের জবাব। দুদু বলেন, “কাল (শনিবার) আমাদের যে সমাবেশ হবে তা হবে স্মরণকালের সবচেয়ে বড় সভা। জনগণ দেখিয়ে দেবে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়।” তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাদের সমাবেশ বন্ধ করতে এরইমধ্যে সারাদেশে পরিবহন সেক্টর বন্ধ করে দিয়েছে। গণতন্ত্রের জন্য রক্ত দেওয়ার এতো দিন পর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে না, মত প্রকাশ করতে পারবে না তা কিভাবে হয়?” দুদু বলেন, “সাভারে ভবন ধসের পরদিন আমাদের চেয়ারপারসন সাভারে গেছেন। কিন্তু প্রধানমন্ত্রী গেছেন পাঁচ দিন পর। রাষ্ট্রপতি শপথ নিয়েছেন ভবন ধসের রক্তাক্ত দিনে। এতে আমরা নিজেরাই বিব্রত।” প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দুদু আরো বলেন, “আপনি তো রানাকে নিয়ে কথা বলেন নি। আপনি তো মুরাদ জং নিয় কথা বলেন নি। আপনি যুবলীগের প্রশংসা করেছেন।” সংবাদ সম্মেলনে আরো ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, আবুল খায়ের ভূঁইয়া এমপি, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দল সেক্রেটারি শিরিন সুলতানা প্রমুখ।