বুধবার, ১৫ মে, ২০১৩

‘মহাসেন’র কারণে হরতাল প্রত্যাহার ১৮ দলের

ঢাকা: ঘূর্ণিঝড় ‘মহাসেন’র কারণে আগামী রবিবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট ১৮ দল।
বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মুখপাত্র শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘মহাসেন’র সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে মানবিক দিক বিবেচনা করে ১৮ দল রবিবারের হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় দলের যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
এরআগে সকালে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, সরকারের পদত্যাগ, বিক্ষোভ-মিছিল কর্মসূচিতে বাধা, মতিঝিলে ‘গণহত্যা’র প্রতিবাদে আগামী রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
হরতাল দেয়া কারণ হিসেবে ১৮ দলের পক্ষ থেকে বলা হয়, ‘সমাবেশ বাধা দিতে সরকার একবার ১৪৪ ধারা জারি করেছিল। এরপর অনুমতি চাওয়া হয়, পাওয়া যায়নি। সর্বশেষ নিরাপত্তার অজুহাতে বুধবার পূর্বনির্ধারিত সমাবেশ করতে দেয়নি সরকার।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-তথ্য বিষয়ক সম্পাদক হাবিবর রহমান হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।