নিউজডেস্ক : সাভারে ভবন ধসের ভয়াবহ ঘটনার দশম দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে বিরোধীদলী নেতা খালেদা জিয়ার লাশ গুমের অভিযোগ বড় দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে ধসে পড়া রানা প্লাজায় উপস্থিত হন।
কয়েকদিনের ভিয়েতনাম সফর শেষে বৃহস্পতিবার রাত ৮টায় তিনি ঢাকা পৌঁছান। প্রথমে এরশাদ ভবনের চারপাশ ঘুরে দেখেন এবং ভয়বহতা দেখে মর্মাহত হন। পরে উপস্থিত সাংবাদিকদের তিনি বিরোধীদলীয় নেতার লাশ গুমের অভিযোগকে উদ্দেশ্য করে বলেন, “বিরোধীয়দলীয় নেতা লাশ গুমের যে অভিযোগ করেছেন, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বড় দুঃখজনক।” তিনি বলেন, “সব জায়গায় রাজনীতি খাটে না। এখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সাধারণ উদ্ধারকর্মী, পুলিশ, র্যাবসহ সরকারি বিভিন্ন সংস্থার লোকজন যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে তাদের ধন্যবাদ দেওয়া উচিত।” এরশাদ আরও বলেন, “এখানে আসলে কত লোক কাজ করত সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।” এই দুর্যোগের মুহূর্তে তিনি বিরোধীদলকে এ সমস্ত বিভ্রান্তি না ছড়িয়ে জাতির বৃহৎ স্বার্থে একসঙ্গে কাজ করার অনুরোধ জানান। এসময় তিনি সেনাবাহিনীকে তার এবং দলের পক্ষ থেকে এই উদ্ধারকাজের জন্য ধন্যবাদ জানিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পরে ঘটনাস্থল ত্যাগ করে সকাল সাড়ে ১০টার দিকে তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান এ ঘটনায় ভর্তি রোগীদের দেখতে। সাভারে ভবন ধসের ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ৪৮৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু লাশ রয়েছে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।