ঢাকা: আগামী তিন দিনের মধ্যে কমিটি ফর পাবলিক সেফটি গঠন করবে ১৮ দলীয় জোট। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি বলেন, “সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সারাদেশে ‘কমিটি ফর পাবলিক সেফটি’ গঠন করা হবে। আগামী তিন দিনের মধ্যে ইউনিয়ন থেকে শুরু করে মহানগর ও জেলা পর্যায় পর্যন্ত এই কমিটি গঠন করে দলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালিকা পাঠাতে বলা হয়েছে।”
রিজভী বলেন, গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করছে এমন রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে নিয়ে এই কমিটি গঠন করতে হবে। আগামী তিন দিনের মধ্যে ‘কমিটি ফর পাবলিক সেফটি’ গঠন করে কেন্দ্রে প্রেরণ করুন। এই কমিটি হবে, সরকারের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ।’’ তিনি জানান, কমিটি ফর পাবলিক সেফটি কমিটিতে ১৮ দল ছাড়াও বিভিন্ন সামাজিক শক্তি ও গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোর প্রতিনিধি থাকবে। সংবাদ সম্মেলনে আরো ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া প্রমুখ।
রিজভী বলেন, গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করছে এমন রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে নিয়ে এই কমিটি গঠন করতে হবে। আগামী তিন দিনের মধ্যে ‘কমিটি ফর পাবলিক সেফটি’ গঠন করে কেন্দ্রে প্রেরণ করুন। এই কমিটি হবে, সরকারের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ।’’ তিনি জানান, কমিটি ফর পাবলিক সেফটি কমিটিতে ১৮ দল ছাড়াও বিভিন্ন সামাজিক শক্তি ও গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোর প্রতিনিধি থাকবে। সংবাদ সম্মেলনে আরো ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া প্রমুখ।