বুধবার, ৬ মার্চ, ২০১৩

সালাম গুলিবিদ্ধ, আনোয়ার, নজরুল, আমানসহ আহত অনেকে : বৃহস্পতিবার হরতাল বিএনপির

ঢাকা : নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সময় পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান ও মহানগর বিএনপি’র সদস্য সচিব আবদুস সালাম গুলি ও টিয়ারশেলে আহত হয়েছেন। আবদুস সালাম ও নজরুল ইসলাম খানকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দুজনকেই ইউনাইটেড হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র।
পুলিশের গুলি, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত হয়েছেন আরও অনেকে। চার-পাঁচটি অ্যাম্বুলেন্স ডেকে এনে আহত নেতা-কর্মীদের নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজন নারী কর্মীও রয়েছেন।

বিএনপি জামায়াত কর্মীরা পুলিশ ককটেল ফাটিয়ে গাড়ি ভাংচুর করে। এসময় পুলিশ তাদের ওপর চড়াও হয়ে নির্বিচারে লাঠিপেটা ও রাবার বুলেট ছোঁড়ে।

বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সমাবেশ ভণ্ডুল হওয়ার পর পার্টি অফিসে এক জরুরি সভায় মিলিত হয়ে কেন্দ্রীয় বিএনপি এই হরতালের সিদ্ধান্ত নেয়। সভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ঘোষণা দেন।