বুধবার, ৬ মার্চ, ২০১৩

নয়াপল্টনে বিএনপির সমাবেশ পন্ড: পুলিশের গুলি, টিয়ারশেল

ঢাকা: রণক্ষেত্রে পরিণত হয়েছে নয়াপল্টন। বুধবার বিকেলে বিএনপির পার্টি অফিসের সামনে পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসা একটি মিছিলকে পুলিশ বাধা দিলে এ পরিস্থিতি সৃষ্টি হয়। জামায়াত-শিবিরের ক্যাডাররা বিএনপির সঙ্গে যোগ দিলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু হলে প্রথমে লাঠি চার্জ ও পরে টিয়ার শেল ছোঁড়ে পুলিশ। এক পর্যায়ে ছুঁড়তে শুরু করে রাবার বুলেট। এর পরে বিএনপি অফিসের সামনে শুরু হওয়া পূর্ব নির্ধারিত সমাবেশ প- হয়ে যায়। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা।

বিকেল ৫টা ০৫ মিনিটে এ রিপোর্ট লেখার সময়েও সংঘর্ষ চলছিলো।