ঢাকা: রাজধানীর পল্টন থানায় দায়ের করা দণ্ডবিধি ও দ্রুত বিচার আইনের দু’টি মামলায় বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন ও রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। বাকি ১৫১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে ২ মামলায় ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার, ২০ মার্চ, ২০১৩
শনিবার, ৯ মার্চ, ২০১৩
তিন দিনের মধ্যে কমিটি ফর পাবলিক সেফটি: রিজভী
ঢাকা: আগামী তিন দিনের মধ্যে কমিটি ফর পাবলিক সেফটি গঠন করবে ১৮ দলীয় জোট। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি বলেন, “সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সারাদেশে ‘কমিটি ফর পাবলিক সেফটি’ গঠন করা হবে। আগামী তিন দিনের মধ্যে ইউনিয়ন থেকে শুরু করে মহানগর ও জেলা পর্যায় পর্যন্ত এই কমিটি গঠন করে দলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালিকা পাঠাতে বলা হয়েছে।”
বুধবার, ৬ মার্চ, ২০১৩
সালাম গুলিবিদ্ধ, আনোয়ার, নজরুল, আমানসহ আহত অনেকে : বৃহস্পতিবার হরতাল বিএনপির
ঢাকা : নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সময় পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান ও মহানগর বিএনপি’র সদস্য সচিব আবদুস সালাম গুলি ও টিয়ারশেলে আহত হয়েছেন। আবদুস সালাম ও নজরুল ইসলাম খানকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দুজনকেই ইউনাইটেড হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র।
নয়াপল্টনে বিএনপির সমাবেশ পন্ড: পুলিশের গুলি, টিয়ারশেল
ঢাকা: রণক্ষেত্রে পরিণত হয়েছে নয়াপল্টন। বুধবার বিকেলে বিএনপির পার্টি অফিসের সামনে পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসা একটি মিছিলকে পুলিশ বাধা দিলে এ পরিস্থিতি সৃষ্টি হয়। জামায়াত-শিবিরের ক্যাডাররা বিএনপির সঙ্গে যোগ দিলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু হলে প্রথমে লাঠি চার্জ ও পরে টিয়ার শেল ছোঁড়ে পুলিশ। এক পর্যায়ে ছুঁড়তে শুরু করে রাবার বুলেট। এর পরে বিএনপি অফিসের সামনে শুরু হওয়া পূর্ব নির্ধারিত সমাবেশ প- হয়ে যায়। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা।
বিকেল ৫টা ০৫ মিনিটে এ রিপোর্ট লেখার সময়েও সংঘর্ষ চলছিলো।
বিকেল ৫টা ০৫ মিনিটে এ রিপোর্ট লেখার সময়েও সংঘর্ষ চলছিলো।
খালেদা সিঙ্গাপুর থেকে ফিরে যুদ্ধের ডাক দিয়েছেন: সৈয়দ আশরাফ
ঢাকা: খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে ফিরে এসে যুদ্ধের ডাক দিয়েছেন মর্মে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত হরতাল দিয়েছে, সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে।এর দায় তাদের নিতে হবে।’ বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া ষড়যন্ত্র করতে সিঙ্গাপুর গিয়েছেন। এটা খালেদা জিয়া জানেন আর জানি আমি। তার ষড়যন্ত্রের কারণে তার সঙ্গে অনেকে বৈঠকও বাতিল করেছিল।’বিএনপিকে সাম্প্রদায়িক দল উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে কোনোদিন সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। যতই হুমকি, ধমকি দেওয়া হোক না কেন যুদ্ধাপরাধীদের বিচার করবোই, করবো। এটা আমাদের নির্বাচনী অঙ্গীকারও ছিল।’
‘শান্তিপূর্ণ নয়, এবার এক দফার আন্দোলন’
ঢাকা: বিরোধী দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া এবার এক দফা আন্দোলনের ডাক দেবেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘‘শান্তিপূর্ণ আন্দোলন অনেক হয়েছে, সরকার তাতে কর্ণপাত করেনি।’’ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হুমকি ও সরকারের ‘গণহত্যা’র প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)