বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৩

দেশে ফিরেই জরুরি বৈঠকে খালেদা : শুক্রবার সংবাদ সম্মেলন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরেছেন। চিকিৎসার জন্য প্রায় দিন দশেকের সিঙ্গাপুর সফর শেষে বৃহস্পতিবার রাত আটটা ৫০ মিনিটে তিনি ঢাকায় ফেরেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দর থেকে সোজা গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপি প্রধান।
এখানে মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুকসহ সিনিয়র নেতাদের নিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন তিনি। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তার রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে  সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তিনি। দলের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠক থেকে এ সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়া।