রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

মতিঝিলে জামায়াতের বিক্ষোভ

ঢাকা : ৪ঠা ফেব্রুয়ারী : মতিঝিল শাপলা চত্বরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।  সোমবার সকার পৌনে ১১টার দিকে সমাবেশ শেষ করে মিছিল শুরু করে মিছিলটি দৈনিকবাংলা-ফকিরেরপুল হয়ে বিজয়নগর নাইটেঙ্গল মোড়ে গিয়ে শেষ হয়। যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে সোমবার সকাল দশটার পর জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু হয় শাপলা চত্বরে। ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনের সভাপতিত্বে জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তৃতা করেন।
এদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় সুরা সদস্য অ্যাডভোকেট মশিউল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য লুৎফর  রহমান, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন প্রমুখ। বিক্ষোভে অংশ নিতে সকাল ৯টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতিঝিলে আসতে থাকে জামায়াত-শিবির নেতাকর্মীরা। অবস্থান নেয় জনতা ব্যাংক ভবনের সামনে। এসব মিছিল থেকে যুদ্ধাপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে উক্কানিমূল স্লোগান দেওয়া হয়।  এদিকে রাজধানীর ঢাকার মোড়ে মোড়ে ব্যাপক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। জামায়াত-শিবিরের কর্মীরা যেন কোন ধরনের অপ্রিতীকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সর্তক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। নগরীর গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলোতে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর হাজারো সদস্যরা।