রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

তোরণ-পোস্টারে ছেয়ে গেছে কামরাঙ্গীরচর

ঢাকা: ৩রা ফেব্রুয়ারী : নিউজডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তৈরি অসংখ্য তোরণ-ব্যানার শোভা পাচ্ছে পুরো এলাকা জুড়ে। কামরাঙ্গীরচর এলাকা ছাড়াও নানা রঙের শুভেচ্ছা বার্তা ছড়িছে পড়েছে মোহাম্মদপুর, আদাবরসহ নগরীর অন্য এলাকাতেও। কামরাঙ্গীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রীকে অভিন্দন জানানো হয়েছে ব্যানার, পোস্টার, বিলবোর্ড তোরণের মাধ্যমে। হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকা দেখে মনে হচ্ছে এটি যেন এখন পোস্টার ও তোরণের পাড়া।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সবচেয়ে বেশি তোরণ ও ব্যানার লক্ষ্য করা গেছে স্থানীয় সাংসদ ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের। মোহাম্মদপুর-আদাবর থানার সাংসদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং ধানমন্ডি-হাজারীবাগ থানার সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসেরও ব্যানার-তোরণ কম নয়।  কামরাঙ্গীরচর  থানার বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সমাবেশ। সমাবেশের আয়জন করেছে ঢাকা-২ ( কেরানীগঞ্জ-সাভার-কামরাঙ্গীরচর) থানা আওয়ামীলীগ। সমাবেশে সভাপতিত্ব করবেন স্থানীয় সাংসদ ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।