বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৩

দেশে ফিরেই জরুরি বৈঠকে খালেদা : শুক্রবার সংবাদ সম্মেলন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরেছেন। চিকিৎসার জন্য প্রায় দিন দশেকের সিঙ্গাপুর সফর শেষে বৃহস্পতিবার রাত আটটা ৫০ মিনিটে তিনি ঢাকায় ফেরেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দর থেকে সোজা গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপি প্রধান।

রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

জামায়াতের ‘শান্তিপূর্ণ’ কর্মসূচি ঘোষণা !

ঢাকা:  `শান্তিপূর্ণ’ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। আগামী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী এ কর্মসূচি  পালন করা হবে বলে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাধীনতাযুদ্ধের সশস্ত্র বিরোধিতাকারী ধর্মভিত্তিক এ  মৌলবাদী দলটি। আর সহিংসতার সমর্থক হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর এ ঘোষণা সর্বমহলে দারুণ বিস্ময়ের জন্ম দিয়েছে। এ ঘোষণাকে জামায়াতের বারবার দেশ অচল করে দেওয়ার ঘোষণার মতোই আরেক `শান্তিপূর্ণ হুমকি’  বলেও মনে করছেন কেউ কেউ। 

‘শাহবাগ আন্দোলন সরকারের দ্বৈত চরিত্র তুলে ধরেছে’: হান্নান শাহ

ঢাকা: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরে চলমান আন্দোলন সরকারের দ্বৈত চরিত্র তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ. স. ম হান্নান শাহ।  রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নারী নির্যাতন, সাম্প্রতিক প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  হান্নান শাহ বলেন, “আন্দোলনের প্রেক্ষিতে সরকার এখন বলছে- ট্রাইব্যুনালের রায় সুষ্ঠু হয় নি, রায় বদলে সব যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া হবে। এটা আদালত অবমাননা হচ্ছে না। অথচ আমরা কোন মন্তব্য করলে বা প্রতিবাদ করলে আদালত অবমাননা করা হয়, পুলিশ দিয়ে লাঠি চার্জ নয়, লাঠি পেটা করানো হয়।”

রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

মতিঝিলে জামায়াতের বিক্ষোভ

ঢাকা : ৪ঠা ফেব্রুয়ারী : মতিঝিল শাপলা চত্বরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।  সোমবার সকার পৌনে ১১টার দিকে সমাবেশ শেষ করে মিছিল শুরু করে মিছিলটি দৈনিকবাংলা-ফকিরেরপুল হয়ে বিজয়নগর নাইটেঙ্গল মোড়ে গিয়ে শেষ হয়। যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে সোমবার সকাল দশটার পর জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু হয় শাপলা চত্বরে। ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনের সভাপতিত্বে জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তৃতা করেন।

তোরণ-পোস্টারে ছেয়ে গেছে কামরাঙ্গীরচর

ঢাকা: ৩রা ফেব্রুয়ারী : নিউজডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তৈরি অসংখ্য তোরণ-ব্যানার শোভা পাচ্ছে পুরো এলাকা জুড়ে। কামরাঙ্গীরচর এলাকা ছাড়াও নানা রঙের শুভেচ্ছা বার্তা ছড়িছে পড়েছে মোহাম্মদপুর, আদাবরসহ নগরীর অন্য এলাকাতেও। কামরাঙ্গীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রীকে অভিন্দন জানানো হয়েছে ব্যানার, পোস্টার, বিলবোর্ড তোরণের মাধ্যমে। হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকা দেখে মনে হচ্ছে এটি যেন এখন পোস্টার ও তোরণের পাড়া।

হাইকোর্টে ফখরুলের জামিন আবেদন

ঢাকা: ৩রা ফেব্রুয়ারী : নিউজডেস্ক :  পুলিশকে হত্যা চেষ্টা ও ককটেল ফাটানো বিষয়ে কলাবাগান থানায় করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়। আদালত সোমবার আবেদনটি শুনানির জন্য দিন ধার্য করেছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এর আগে ৩১ জানুয়ারি এ মামলায় বিচারিক আদালত মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করেননি।